নবাবগঞ্জে করোনা বিজয়ী বীরকে শুভেচ্ছা দিলেন: ইউএনও নাজমুন নাহার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 5 May 2020

নবাবগঞ্জে করোনা বিজয়ী বীরকে শুভেচ্ছা দিলেন: ইউএনও নাজমুন নাহার

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর নবাবগঞ্জের  করোনাভাইরাসে আক্রান্তদের  মধ্যে মোঃ এমানুর রহমান (২১) নামে একজন  সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন। সে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শালদিঘি  গুচ্ছ গ্রামের মোঃ নওয়াব আলীর ছেলে। সে গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন ।
মঙ্গলবার (৫-মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান আলী ,ও   অন্যান্য কর্মকর্তারা করোনাজয়ী বীরের বাড়িতে গিয়ে অভিনন্দন জানান।
এসময় করোনা থেকে সুস্থ্য হওয়া এমানুরের সুস্থ্যতার সার্টিফিকেট, ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় পোশাক উপহার দেন। সুস্থ্য এমানুরকে গ্রামবাসী হাত তালীর মাধ্যমে বরণ করে নেন ।
করোনা থেকে মুক্তি পাওয়া এমানুর রহমান  বলেন, ‘প্রায় ২০ দিনের বেশি সময় ধরে নিজের সাথে যুদ্ধ করেছি। সরকারি বিধিবিধান মেনে চলেছি।   প্রতিনিয়তই ইউএনও স্যার, ডাক্তার স্যার আমার খোঁজ খবর নিয়েছেন। তাদের পরামর্শে আজকে আমাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। তবে আপাতত আমি বাড়িতেই থাকব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃপঃ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহজান আলী  বলেন, ‘নবাবগঞ্জে গত ১৪ এপ্রিল একদিনে ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে আজকে একজনকে আমরা ছাড়পত্র দিয়েছি। ১৪দিন হোম আইসোলেশনে থাকার পর আমরা কয়েকবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। প্রতিটি পরীক্ষায় তার নেগেটিভ ফলাফল এসেছে। এজন্য আমরা আজকে তাকে করোনাজয়ী হিসেবে ছাড়পত্র দিয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছাঃ নাজমুন নাহার বলেন, উপজেলায় একদিনে ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। আমরা প্রতিনিয়তই তাদের খোঁজ খবর রাখি। আজকে উপজেলা একজন  করোনা রোগীকে আমরা সুস্থ্যতার ছাড়পত্র দিয়েছি। সেই সাথে তাদেরকে করোনা যুদ্ধে জয়ী হবার কারণে তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে আসি। এই দুযোর্গকালীন সময়ে সবাই নিরাপদে থাকবেন এই আহবান জানাই সবার কাছে।’ করোনা রোগীদের অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages