দশ বছর পর: নাজনীন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 17 June 2020

দশ বছর পর: নাজনীন

একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-নাজনীন চৌধুরী:
দশ বছর পর আমাদের দেখা হলো অনেকটা বদলে যাওয়া পৃথিবীতে কেমন আছিস প্রথম সম্ভাষন গলাটা বেশ ভারিক্কি দশ দশটা বছর কমতো কিছু নয়; চুলে অল্প অল্প রুপোলী রঙ ধরেছে মুখে চুরুট, বেশ রপ্ত করেছিস বিদেশয়ানা এক গাল হেসে বললাম তুই ছাড়া-ও বাঁচতে আমি শিখে গেছি!
আমি ও জিজ্ঞেস করলাম কেমন আছিস ছেলে মেয়ে ক'জন প্রবাসী জীবন বিদেশীনি সোনালী  রঙা বউ নিয়ে বেশ আছিস তো? কালো তোর একেবারেই পছন্দ নয় এ কথা কতো ভাবে আমাকে বুঝিয়েছিস সে কথা  আমার মনে আজও খচখচ শব্দ করে বাজে!
তুই এখনো গীতাঞ্জলি, সঞ্চয়িতা পড়িস না-কি মধ্যে রাতের ডিসকোতে কোমর দুলিয়ে স্যাম্পেন গিলিস তুই তো এমন অভস্ত্য ছিলিনা কখনো; এখনো কি এলোমেলো সন্ধ্যায় বারান্দায় পায়চারি করতে করতে মানিক বন্দোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়িস? না-কি জেমস বন্ডের মুভি দেখিস?
সময় মানুষকে বদলে দেয়, অজান্তেই চলে গেছি যে যার পথে সময়ের চাহিদা মোতাবেক মানুষও পরিযায়ী শুধু পাখিকে কেন বলি তুমি আমি বদলে যাওয়া একে অপরের কাছে নয় কি পরিযায়ী?




একুশে মিডিয়া/এমএসএ

1 comment:

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages