দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে যুবক নিখোঁজ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 30 June 2020

দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে যুবক নিখোঁজ

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পা পিছলে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাতে উপজেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাজির আহমদ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দেক আলীর ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। সোমবার (২৯ জুন) রাতে তিনি মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে যাওয়ার পথে পা পিছলে নোয়াগাঁও সড়ক থেকে খালে পড়ে যান। খালটি বন্যার পানিতে তালিয়ে আছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
স্থানীয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য অজিত চন্দ্র দাস বলেন, ‘‘আমরা অনেক খোঁজাখুজি করেও তাকে পাইনি। তবে তাকে উদ্ধারে তৎপরতা চলছে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages