কুমিল্লায় একদিন করোনা নতুন শনাক্ত ১৯৯ জন, মোট আক্রান্ত ৩৫০০ জন, মৃত্যু ৬ জন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 30 June 2020

কুমিল্লায় একদিন করোনা নতুন শনাক্ত ১৯৯ জন, মোট আক্রান্ত ৩৫০০ জন, মৃত্যু ৬ জন

এম এ বাশার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

কুমিল্লায়  কোভিড ১৯ প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার( ৩০ জুন) করোনার মৃত্যুর থাবায় মারা গেছেন আর ও ৬ জন।
এদিকে  মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০০জনে।  মঙ্গলবার পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০জনে। কুমিল্লা সিভিল সার্জন অফিস ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান,  মঙ্গলবার প্রাপ্ত ফল অনুসারে নতুন করে আক্রান্তদের মধ্যে দেবীদ্বার ৯ জন,লাকসামে ১৭ জন,তিতাস ১ জন,দাউদকান্দি ৫জন, মনোহরগঞ্জ ৪ জন,হোমনা ৩জন,চৌদ্দগ্রাম ২০জন,লালমাই ৪ জন,আদর্শ সদর ৯ জন,বুড়িচং ৪ জন,মেঘনা ১ জন,নাঙ্গলকোট ১৩ জন,বডুরা ১০ জন,        বি-পাড়া ২ জন,মুরাদনগর ৫ জন,দেবীদ্বার ৯ জন,সদর দক্ষিন ২ জন এবং সিটিকর্পোরেশন  ৯০ জন সহ ১৯৯ জনের রিপোর্ট প্রজেটিভ আসছে।
জেলায় এ পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন ৯৪৪ জন, দেবিদ্বার ৩২৫ জন,
মুরাদনগরে ২৫০জন, লাকসাম ২০৮ জন,চান্দিনা ১৮৮ জন,তিতাস ৯৪ জন,দাউদকান্দি ১৪৫জন,বড়ুরা ১০৭জন,বুড়িচং ১৭৩জন, মনোহরগঞ্জ ৯২ জন,বি- পাড়া ৫৫ জন,লাঙ্গলকোট ২০২জন,হোমনা ১১৩ জন,মেঘনা ২৬ জন,সদর দক্ষিন ১০২জন,আদর্শ সদর ১৩১জন,লালমাই ৫১ জন,চৌদ্দগ্রাম ২৭২ জন,ও কুমিল্লা মেডিক্যাল কলেজ ২০ জন
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১৮ হাজার ৯২২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৭ হাজার ৯৪২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৯৯জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১০০ জন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages