অবশেষ চট্টগ্রামে চালু হলো ই-পাসপোর্ট সেবা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 29 June 2020

অবশেষ চট্টগ্রামে চালু হলো ই-পাসপোর্ট সেবা

রোমান উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম:

অবশেষে চট্টগ্রামে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে।  রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ নুরুল আলম।’
চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান জানান, প্রধানমন্ত্রী গত ২২ জানুযারি ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে গত ২৩ মার্চ ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়’।
৩০ মার্চ আমাদের (পাঁচলাইশ অফিস) ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের কথা থাকলেও করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি সাধারণ ছুটি শুরু হওয়ার কারণে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন কর্মসূচি বাতিল করা হয়।’
তিনি জানান, পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে। ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি ই-পাসপোর্টের সাধারণ ফি সাড়ে ৩ হাজার টাকা। জরুরি ফি সাড়ে ৫ হাজার টাকা ও অতীব জরুরি ফি সাড়ে ৭ হাজার টাকা’।
তাছাড়া ১০ বছর মেয়েদের পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ফি ৭ হাজার টাকা, জরুরি ফি ৯ হাজার টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages