করোনাকালে সারাদেশে ১২১১ লাশ দাফন করেছে: ইসলামিক ফাউন্ডেশন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 10 July 2020

করোনাকালে সারাদেশে ১২১১ লাশ দাফন করেছে: ইসলামিক ফাউন্ডেশন


একুশে মিডিয়া, রিপোর্ট: 

করোনাভাইরাস পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে, উপসর্গ নিয়ে অন্যান্য রোগে মৃত এক হাজার ২১১টি লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিম সারা দেশে জীবনের ঝুঁকি নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণে মৃত ব্যক্তির কাফন, জানাজা দাফন সম্পাদনের জন্য গত ২৬ মার্চ জেলা, উপজেলা সিটি কর্পোরেশন এলাকায় জোনভিত্তিক ছয় সদস্য বিশিষ্ট ৬১৪টি স্বেচ্ছাসেবক টিম গঠন করে ইসলামিক ফাউন্ডেশন
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক লাশ দাফন-কাফনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য গঠিত টিমকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (এইচডব্লিউও) নির্দেশিত স্বাস্থ্যবিধি ধর্মীয় অনুশাসন মেনে কীভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে লাশ দাফন-কাফন করা হবে, সেই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়ে থাকে। সারা দেশের ৬৪ জেলায় করোনা সংক্রমণে মৃত ব্যক্তির দাফন কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। লাশ দাফন সংক্রান্ত টিমগুলো দেশের বিভিন্ন জেলা উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে
এতে আরও বলা হয়, পর্যন্ত কোভিড-১৯ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৩ জন, চট্টগ্রামে ৩৫৮ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৮৮ জন, সিলেট বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ১৭৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪২ জনের লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি




একুশে মিডিয়া/এসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages