শনিবার ১১টায় বনানী মসজিদে সাহারা খাতুনের জানাজা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 10 July 2020

শনিবার ১১টায় বনানী মসজিদে সাহারা খাতুনের জানাজা

একুশে মিডিয়া, রিপোর্ট:

রাজধানীর বনানী কবরস্থানে মা-বাবার করবে চিরনিদ্রায় শায়িত হবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এর আগে শুক্রবার মধ্য রাতে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়।’
থাইল্যান্ডে তার সঙ্গে থাকা ভাতিজা অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে সাহারা খাতুনের মরদেহ দেশে পৌছলে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তা গ্রহণ করেন। রাতে তার মরদেহ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হয়’।
শনিবার বেলায় ১১টায় বনানী মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মা-বাবার কবরে তাকে দাফন করা হবে।এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।’
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। গত ২ জুন তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন’।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ৬ জুলাই তাকে এয়ার এম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ওইদিনই তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages