গাইবান্ধার পলাশবাড়ীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল ইউপি ভবনের বিভিন্নস্থানে ফাটল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 13 July 2020

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল ইউপি ভবনের বিভিন্নস্থানে ফাটল

একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার  পলাশবাড়ী উপজেলায় প্রায় কোটি টাকা ব্যয়ে নব নির্মিত বরিশাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ২ বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় সচেতন এলাবাসির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলার বরিশাল ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি প্রায় কোটি টাকা ব্যয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর  পলাশবাড়ীর তত্বাবধানে ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে তৎকালীন সংসদ সদস্য মরহুম ডা. ইউনুস আলী সরকার ইউপি ভবনটি নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এলাকাবাসী জানায়, কাজটি সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ইউপি ভবনটির নির্মাণ কাজ নিয়ে সচেতন এলাবাসির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়াছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার জানান, ভবনটি কত টাকা ব্যয়ে ও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করেছে তা তিনি জানেন না।
পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরেজমিনে তদন্ত না করে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages