পেকুয়ার ডাকাত মনিয়ার দুই সহযোগীকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 July 2020

পেকুয়ার ডাকাত মনিয়ার দুই সহযোগীকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ

এইচ এম শহীদ, পেকুয়া থেকে:

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ পেকুয়ার ডাকাত মনিয়ার দুই সহযোগী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
১৪ জুলাই ( মঙ্গলবার) ভোরে লোহাগাড়া থানার  এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়ারপাড়া এলাকার শামশুর রহমানের পুত্র মোঃ শফি (১৯) এবং একই এলাকার নূর মোহাম্মদের পুত্র মোঃ রিদুয়ান (১৮)। তারা দুই জনই পেকুয়ার কুখ্যাত খুচরা ইয়াবা ব্যবসায়ী ডাকাত মনিয়ার অন্যতম সহযোগী। 
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি )  জাকের হোসাইন মাহমুদ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে  পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ।
এসময় মাইক্রোবাস থেকে দুজনকে আটক করা হয় । এদিকে একইদিন মামলা রুজু করে সকাল সাড়ে ১১টায় তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ  করা হয়েছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages