আটোয়ারীতে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 24 July 2020

আটোয়ারীতে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

একুশে মিডিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আটোয়ারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ দয়ানন্দ বর্মনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: জিল্লুর হোসেন, সাধারন সম্পাদক দিলীপ কুমার সরকার, আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি।
অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত সাহরিয়ার, তথ্য বিষয়ক সম্পাদক মো: মাহমুদুল হাসান মোঃ খাদেমুল ইসলাম মানিকপীর কিন্ডার গার্টেন স্কুল, সুজন চন্দ্র বটতলী কিন্ডার গার্টেন স্কুল, আলহাজ¦ হোসেন রাণীগঞ্জ কিন্ডার গার্টেন স্কুল, দীলিপ চন্দ্র ফুলকুড়ি কিন্ডার গার্টেন স্কুল সহ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মোছা: কলি আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চলমান কভিট-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক সমাজ মানবেতর দিনযাপন করছেন। এ অবস্থায় তাঁদের সংসার চালানো অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে দাড়িয়েছে মর্মে সরকারের সহযোগিতা লাভের অনুরোধ করেন।
আলোচনা শেষে নিতিশ চন্দ্র বর্মন কে আহবায়ক এবং দয়ানন্দ বর্মনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages