বাঁশখালীর গণধর্ষণ মামলার আসামি শহর থেকে গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 July 2020

বাঁশখালীর গণধর্ষণ মামলার আসামি শহর থেকে গ্রেপ্তার

মোহাম্মদ ছৈয়দুল আলম:

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা বাশঁখালীর আলোচিত গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে আবু তালেব (৪৫)কে  গ্রেপ্তার করেন পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বাঁশখালী উপজেলার পূর্ব গন্ডামারা এলাকার এক কিশোরীকে বৈলছড়ির ঘোনাপাড়ায় রাতভর ধর্ষণের শিখার হয়েছেন।
এ ঘটনায় কিশোরীর বাবা তিন জনকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
রবিবার (১৪ জুন) ওই মামলায় প্রধান আসামি আবদুল মজিদ বন্দুকযুদ্ধে নিহত হয়। 
আবু তালেব বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার বাসিন্দা। বাঁশখালীর আলোচিত কিশোরি গণধর্ষণ মামলার ২ নম্বর আসামিকৃত আবু তালেব বলে জানিয়েছে র‌্যাব-৭।
গ্রেপ্তারকৃত আসামিকে  বাশঁখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৭।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages