পেকুয়া সড়কের বেহাল অবস্থা সড়ক যেন দেখার কেউ নেই? - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 July 2020

পেকুয়া সড়কের বেহাল অবস্থা সড়ক যেন দেখার কেউ নেই?

এইচ এম শহীদ পেকুয়া (কক্সবাজার) থেকে: 

পেকুয়া উপজেলার মেইন সড়কে  দীর্ঘদিন থেকে সংস্কার ও মেরামত না করায় সড়কগুলো এখন প্রায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
দুই-লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান এই  সড়ক দিয়ে প্রত্যহ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন পেকুয়া ও কুতুবদিয়ার স্থানীয়রা।
ভাঙ্গন কবলিত সড়কগুলোতে যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে শিকার হচ্ছেন ছোট-বড় দুর্ঘটনার। এসব যেন দেখার কেউ নেই!
স্থানীয়রা জানান,দুই লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান এই  সড়কের কার্পেটিং উঠে খানা-খন্দকে পরিনত হয়েছে।
সামান্য বৃষ্টিতে এসব খানা-খন্দকপূর্ন সড়কে পানি জমে একেকটি সড়ক যেন হয়ে উঠে একাধিক মিনি পুকুর। এসব ভয়াবহ ভাঙ্গন কবলিত সড়কগুলোতে যানবাহনে লক্কর-ঝক্কর অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে লোকজন প্রতিদিনই ছুটছেন গন্তব্যে।

এভাবে রাস্তার খানা-খন্দকের উপর দিয়ে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, হাট-বাজারে আগত ক্রেতা-বিত্রেতাসহ সর্বস্তরের লোকজন অবর্ণনীয় দুঃখ-দুর্দশা নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন।
জানা যায়,পেকুয়া  উপজেলার ৭টি ইউনিয়ন ও পশ্চিমে একটি উপজেলা কুতুবদিয়া। এরমধ্যে বাঁশখালী উপজেলা দিয়ে আনোয়ারা চট্টগ্রামের সহজ যাতায়াতের মাধ্যম ।
প্রায় সবকয়টি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় প্রত্যহ এসব রাস্তায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে লক্ষাধিক লোকজন যাতায়াতের ক্ষেত্রে এখন চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়রা   পেকুয়া  লক্ষাধিক মানুষের প্রত্যহ যাতায়াতের প্রধান  সড়ক দ্রুত সংস্কার ও মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages