পনের আগষ্টের কালো রাতে: সুলতানা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 14 August 2020

পনের আগষ্টের কালো রাতে: সুলতানা

একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:

লেখক-সুলতানা বেগম:
পনের আগষ্টের সেই কালো রাতে
সোনার বাঙলার সোনার সন্তান, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি,
কোটি বাঙালির জাতির পিতা
আততায়ীরা গুলিতে বক্ষ ঝাঁঝরা করে
তোমাকে শায়িত করেছিল চির নিদ্রায়।

বাঙলার আকাশে দেখ, ঘন কালো মেঘের ঘনঘটা
তোমার আর্তচিৎকারের কাঁপুনি এখনো ধ্বনিত।
 তোমাকে হারানোর বেদনায়
ক্রন্দনরত হতবিহ্বল
বাঙালী জাতি।

তোমার শোকের মাতম এখনো প্রতিধ্বনিত বাঙলার আকাশে বাতাসে,
প্রতিটি ঘরে ঘরে কোটি জনতার হৃদয়ে।

তুমি জেগে উঠো প্রতি প্রত্যুষে ভোরের সূর্যোদয়ে,
পাখিদের কলতানে রাখালের করুন বাঁশির সুরে,
কৃষকের ললাটে বিন্দু বিন্দু ঘামে।
তুমি জেগে উঠো বাঙলার আকাশে উদিত লাল সবুজের পতাকার মাঝে।

তুমি প্রজ্জ্বলিত
বীরাঙ্গনার ওষ্ঠের ম্লান হাসিতে।
রক্তিম আভা ছড়ানো সন্তান হারানো মায়ের শাড়ির আঁচলে,
মুক্তিযুদ্ধে স্বামী হারানো বঙ্গ ললনার স্বেত বসনে আবৃত হৃদয়ের হাহাকারে। 

তোমার বলিদানে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন।
তোমার বজ্রকন্ঠের বানী তরুণ হৃদয়ের দেশাত্মবোধের ঝংকার।
বাঙলার শ্রমিক কিষাণ মেহনতী মানুষ শ্রদ্ধাভরে স্মরণে রেখেছে তোমার অবদান।
তোমাকে হারানোর বেদনায় জাতি আজো গভীর শোকে মুহ্যমান।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages