রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) তৃতীয় পর্ব: রিনা রহমান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 5 October 2020

রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) তৃতীয় পর্ব: রিনা রহমান

একুশে মিডিয়া, মুক্তমত:
লেখক-কবি রিনা রহমান: 
বাসায় এসে কারো সাথে কিছু বলেনা......
কারন বললে মিথ্যা বলতে হবে..
মা যদি বলে 'কেমন হলো "পিকনিক"।।।।
তখন সে কি বলবে।!
ভয়ে লজ্জ্বায় সে রুমে ঢুকে ফ্রেস হয়ে ঘুমিয়ে পড়লো।
প্রায় দুঘন্টা টানা ঘুম দিল...!
হঠাৎ ফোন বেজে উঠলো...
ক্রিং ক্রিং ক্রিং রিপা দৌড়ে গিয়ে ফেন রিসিভ করে...
হা এটা রানা'র ফোন।
রানা বলে উঠে " কেমন আছো" রিপা চুপ করে থাকে।
আবার বলে" কি করো" কিছুই বলেনা রিপা।
রিসিভার যথা স্থানে রেখে দেয়।
রানা আাবার করে..-----
এবার রিপা খুব ভারী গলায়। বলে শুনেন---
"আমার না খুব ভয় করে "আমি আর আপনার সাথে কথা বলতে পারবোনা.." রিপার কথা শুনে রানা তো হতবাক..
কি বলে এসব রিপা কিছুই তো বুঝতে পারছেনা।
রানা।বলে"দেখ রিপা কি হয়েছে খুলে বলো"..।
রিপা বলে ".কিছুই হয়নি এমনি".. রানা রিপাকে বুঝায়---- এর পর রিপা বলে " তাহলে আপনি যখন তখন কল করবেন না!
রানা বলে "ঠিক আছে".... করবোনা.... খুশিতো....!!
রিপা বলে".. ঠিক আছে এখন রাখি.." বলে কেটে দিল।
রিপা তারপরও চিন্তিত.. বাবা মা।
কি বলবে এই কথা জানলে।
খুব ভাবনায় পড়ে গেলো৷
সে________ রিপা আর উপায় না দেখে
রুমাকে কল করলো.........!!
(ধারাবাহিক চলবে)
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages