বাঁশখালীতে পৃথক অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ ২ নারী আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 November 2020

বাঁশখালীতে পৃথক অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ ২ নারী আটক

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:


বাঁশখালীতে থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ ২ নারীকে আটক করা হয়েছে। গত রোববার দুপুরে ও সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদের বাড়ির আবদুল মোহাম্মদের স্ত্রী রাবেয়া খাতুন (৪৮) ও টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী আয়শা বেগম (৪৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে চেকপোষ্ট বসিয়ে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনাকালে গাড়িতে তল্লাশী চালিয়ে ওই ২ নারীকে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ আটককৃত ২ নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages