দোহারে শ্বশুড় বাড়িতে নির্যাতনের শিকার ডালিয়া আক্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 November 2020

দোহারে শ্বশুড় বাড়িতে নির্যাতনের শিকার ডালিয়া আক্তার

ঢাকা জেলা প্রতিনিধি: 

ঢাকার দোহারে যৌতুকের জন্য শ্বশুড় বাড়ির লোকের হাতে ডালিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধু নির্যতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায়। ডালিয়া উপজেলার মুকসুদপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। ভুক্তভোগী ডালিয়া আক্তার জানায়, গত ২০১৬ সালের সেপ্টেম্বর ২ তারিখে উভয় পরিবারের সমযোতায় বিয়ে হয় পা্র্শ্ববর্তী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা এলাকার মোছা গাছীর ছেলে ইল্লাল হোসেনের সাথে। বিয়ের পর থেকেই স্বামী ইল্লাল হোসেন যৌতুকের জন্য আমাকে চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন করে।এরপর ২০১৭ সালের আগস্টের ২০ তারিখ বিকাল ৪ টায়, স্বামী ইল্লাল হোসেন, শ্বশুড় মোছা গাছী, স্বামীর বড় বোন ফালানী বেগম (৩৮), তার স্বামী আমির হোসেন, শ্বাশুড়ী জামিলা বেগম (৫৫) ও হৃদয় (২২) দুই লাখ টাকা যৌতুকের জন্য আমাকে মারধর এ নোংরা ভাষা গালমন্দ করে বাড়ি থেকে তারিয়ে দেন। তিনদিন পরে আমার মা সিলিনা বেগম ও পিতা আঃ মান্নান আমাকে শ্বশুড় বাড়িতে দিয়ে আসেন। ২০১৭ সালের অক্টোবরের সকাল ১০ টায় ফের আমাকে স্বামীসহ অন্যরাও ২ লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে আহত করেন। আমি পরিবারের সদস্যদের ফোনে জানালে তারা আমার শ্বশুড় বাড়িতে আসলে, স্বজনসহ আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বিয়ষটি মিমাংসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করি। তারা মিমাংসায় না এসে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি বাধ্য হয়ে স্বামী ইল্লালসহ শ্বশুড় বাড়ির জন্য সদস্যদের নামে দোহার থানায় একটি অভিযোগ দাখিল করি।

 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages