পেকুয়ায়-জ্ঞান সঞ্চয় পাঠাগার-র আনন্দ ভ্রমণ ২০২০ সম্পন্ন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 18 December 2020

পেকুয়ায়-জ্ঞান সঞ্চয় পাঠাগার-র আনন্দ ভ্রমণ ২০২০ সম্পন্ন

এইচ এম শহীদ, পেকুয়া (কক্সবাজার)  থেকে:

পেকুয়ায় উপজেলা সদর ইউনিয়নের " বৃহত্তর ০৬নং ওয়ার্ডের তরুণদের যৌত উদ্যেগে জ্ঞান সঞ্চয় পাঠাগার পক্ষ থেকে  আনন্দ ভ্রমণ ২০২০ সম্পন্ন করা হয়েছে।

(১৮ই ডিসেম্বর) জুমাবার সকাল সাড়ে ৮টার সময়, পেকুয়া সাবেক গুল্দী স্টেশন অস্থ "জ্ঞান সঞ্চয় পাঠাগার"র-  ক্লাবের গেঞ্জি পড়ে  উৎসব  মুখর  পরিবেশের মধ্যদিয়ে পাঠাগারের  কার্যালয়ের সামনে থেকে ৫০ জন সদস্য ১টি বাস যোগে  কক্সবাজার,হিমছড়ি  উদ্দেশ্যে রাউনা হন সদস্যদের গাড়িটি।

বেলা সাড়ে ১১ টার সময় তাদের গন্তব্যে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ভ্রমণ পর্যটন নগরী  স্বপ্নের সমুদ্র সৈকত পৌঁছান তাঁরা।  সৈকতের নরম বালির বিছানায় মিলেমিশে আনন্দ সমারোহে জীবনের স্পন্দনে জড়িয়ে যান।

শেষে বিকেলে স্বপ্নের সাগর কে বিদায় জানিয়ে তাদের বহন বাসে উঠে সন্ধায় নিজ এলাকায় ফিরে  আসেন সবই। শেষে বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২০ কে সমাপ্তি ঘোষণা করা করেন, উক্ত পাঠাগারের প্রধান উপদেষ্টা হেলাল মাহামুদ,আনোয়ার কাদের লিটন ও ইউপি সচিব মোঃ আব্দুর রাজ্জাক ।

আনন্দ ভ্রমণের দায়িত্ব পালন  করেন, জ্ঞান সঞ্চয় পাঠাগারের সভাপতি মো, আমজাদ হোসেন , সম্পাদক এস এইচ শাহিন ও তারেক জিয়া । ভ্রমণে অংশগ্রহণ করেন- মোঃ কনিছ, ইফতেখার, বুরহান, আজিম, ফোরকান, টুপুর, আরফাত, রুবেল, আবু বক্কর, জুনাইদ সহ সকল সদস্য বৃন্দরা। 

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages