জিম্মি করে মুক্তিপণ দাবী। বাঁশখালীর ইউপি চেয়ারম্যানের পুত্র 'কিশোর গ্যাং লিডার’ সহ গ্রেপ্তার ৬ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 22 January 2021

জিম্মি করে মুক্তিপণ দাবী। বাঁশখালীর ইউপি চেয়ারম্যানের পুত্র 'কিশোর গ্যাং লিডার’ সহ গ্রেপ্তার ৬

একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:

বাহরাইন প্রবাসীকে কৌশলে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের নগরীর আগ্রাবাদে ডেকে এনে জিম্মি করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দেড় ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃত প্রবাসী সাইফুলকে উদ্ধার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ

আগ্রাবাদ সিডিএ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক প্রবাসীকে কৌশলে ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। 

অপহরণের সঙ্গে জড়িত ছয়জনের কাছ উদ্ধার করা হয়েছে নগদ হাজার ২০০ টাকা একটি মোটরসাইকেল 

গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় প্রবাসীকে

আটকৃতরা হলেন, ছানাউল হক চৌধুরী (১৯), সাইফুল করিম (২০),  মো. নাবিদ আরিয়ান (১৮), তানজিল মাহি (১৯), আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক (১৮) ও মো. রাজিব (২৪)

তাদের মধ্যে ছানাউল কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত এছাড়া সাইফুলের বিরুদ্ধে দুইটি আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুুলিশ 

এই কিশোর গ্যাং লিডার ছানাউল হক চৌধুরী প্রকাশ রাকিবুল হক চৌধুরী) হচ্ছেন, বাঁশখালী উপজেলার ১০ নং ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ছেলে। মামলায় তার নামা উল্লেখ করা হয়েছে ছানাউল হক চৌধুরী কিন্তু নিজ গ্রামের তাকে রাকিবুল হক চৌধুরী নামে ছিনেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের জানিয়েছেন, “সাইফুল নামে এক বাহরাইন প্রবাসীকে কৌশলে সীতাকুণ্ড থেকে আগ্রাবাদ ডেকে এনে জিম্মি করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৯৯৯- খবর পেয়ে দেড় ঘণ্টা অভিযান চালিয়ে ওই প্রবাসীকে উদ্ধার করা হয়  অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে 

ওসি আরো জানান, সাইফুলের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় তিনি দীর্ঘদিন বাহরাইনে ছিলেন তার সাথে ফেসবুকে সম্পর্ক স্থাপন করে সাইফুল করিম নামে এক অপহরণকারী তাকে প্রথমে কৌশলে আগ্রাবাদ ডেকে আনে এরপর অপহরণ করে তাকে একটি নির্মাণাধীন ভবনে বেধে রাখে 

এসময় তাকে মারধর করে পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবার বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে জানায়তিনি বলেন, “মারধরে প্রবাসী সাইফুল গুরুতর আহত হন তাকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages