ভণ্ড নারী-নীড় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 21 March 2021

ভণ্ড নারী-নীড়

একুশে মিডিয়া, মুক্তমত:

লেখক কবি-সাবরিনা ইসলাম নীড়

সুহিতাকে চেনা বড়ই মুশকিল। বাইরের লোকের সঙ্গে একরকম আচরণ তো ঘরের লোকের সাথে অন্যরকম, শাশুড়ীর সেবা করা তো দূরের কথা বরং ফাইফরমাশ

খাটাতেও দ্বিধা করেনা।একটিমাত্র ননদ,তাকে ভালো

পোশাক কিনে দিলে তা নিয়ে স্বামীর সাথে লেগে যায়

মহাযুদ্ধ। নিজে দামী দামী থ্রিপিস পরে, পার্লার থেকে

সাজগোজ করে আসে অথচ শাশুড়ির পরনের শাড়িটা

ছিঁড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ নেই।ননদকে বিয়ে দিতে

হবে সে কথা মাথায় নেই।নানাদিক থেকে প্রস্তাব আসতে থাকে কিন্তু ভালো সম্বন্ধ করার ইচ্ছে নেই তার

কারণ তাতে ব্যাপক পয়সা খরচ হবে।কাজেই সে

একরকম বিনা খরচে কোনোএক গার্মেন্টস কর্মীর

সাথে ননদের বিয়ে দিয়ে আপদ বিদায় করে।ননদ

চলে যাওয়ার পর থেকে শাশুড়ির উপর অত্যাচারের মাত্রা দিনদিন বাড়তে থাকে,রান্নাবান্না কাপড় ধোয়া

ঘর মোছা মাছতরকারি কাটা সহ সবধরনের কাজকর্ম

শাশুড়িকে দিয়ে করায় আর নিজে রাজরানী সেজে

ঘুরে বেড়ায়, বাইরের মানুষদের উপদেশ দেয়

বাইরের লোকদের সাথে খুব মিষ্টি আচরণ, কোনো

অনুষ্ঠানের দাওয়াত পেলে দামী উপহার নিয়ে ছুটে

যায়।কিন্তু ঘরের ভিতর তাণ্ডব চালায়

অথচ সে নামাজ পড়ে, বোরখা পরে বাইরে যায়

পাড়ার মহিলাদের নিয়ে ধর্মীয় বৈঠক করে।বাইরের

লোকেরা তাকে খুব পরহেজগার মহিলা হিসাবে জানে

কিন্তু তার ভিতরের খবর কেউ জানেনা

পরপুরুষদের প্রতি বেশ আসক্তি, গোপনে গোপনে

সবই চলে আবার স্বামীর সামনে বেশ ভালো মানুষ সাজে।একদিন শাশুড়ি রান্না করতে গিয়ে মাথা ঘুরে

পড়ে গেছে,সেদিকে খেয়াল নেই অথচ চুলায় তরকারি

পুড়ে যাচ্ছে কেন তা নিয়ে শাশুড়িকে ইচ্ছামতো গালিগালাজ।ডাক্তার দেখানো ওষুধ কিনে দেয়া

এগুলো সে সহ্য করতে পারেনা।একসময় শাশুড়ি মারা

যায় এরপর বাসার কাজের জন্য একটা মেয়েকে আনে

তাকে খেতে দেয় পান্তাভাত নষ্ট তরকারি, জামা ছিড়ে

গেলে তালি লাগিয়ে দেয়, চুলের তেল,সাবান শ্যাম্পু দিতে

চায়না।আর খাটাখাটুনি সেকি বলবো! সারাদিন

একটার পর একটা কাজ দিতেই থাকে।সব কাজ

শেষ হওয়ার পরেও বসতে দেবেনা,ফার্নিচারগুলো

পাঁচবার মোছাবে, ঘরের ফ্লোর বারবার মুছতে বলবে

মোটকথা তার ভাগ্যে কোনোরকম বিশ্রাম নেই

পিঁপড়ার অবসর আছে তো মেয়েটার অবসর নেই

পরিশ্রম করতে করতে হাত পা ভেঙেচুরে আসে তবুও

নিস্তার নেই, কাজের গতি একটু কমে গেলেই অমনি

অকথ্য ভাষায় বকাঝকা।এভাবে কয়েকমাস চলতে

থাকে এরপর মেয়েটার বাবা এসে নিয়ে যায়

গৃহপরিচারিকা চলে যাওয়ার পর সব কাজ এখন

নিজের কাঁধে এখন উপায় কি? এবার স্বামীর উপর

টর্চার বেড়ে যায়, গৃহকর্ম এখন স্বামীকে দিয়েই করায়

স্বামী বেচারা সকালে রান্না করে তারপর অফিসে যায়

আবার অফিস থেকে ফিরে রাতের রান্না করে এহেন

অবস্থায় তার রেহাই নেই দিনরাত নানারকম ত্রুটি

ধরে তাকে নানারকম গালিগালাজ করতে থাকে

এখন আর তুমি করে বলেনা স্বামীকে তুইতোকারি

করতে থাকে।কথায় কথায় শ্বশুর বাড়ির লোকদের নিন্দা করে, গীবত করে

অথচ বোরখা পরে মুখোশ পরে হাতমোজা পামোজা

পরে কতোরকম ভাব নিয়ে ধার্মীক সেজে বাইরে

বের হয়। পাড়ার মহিলাদের নিয়ে তালিম করে

নানারকম উপদেশ দেয়

সৈয়দ ওয়ালিউল্লাহ ভন্ডপীরদের নিয়ে লিখেছেন

কিন্তু এই জাতীয় ভণ্ড নারীদের নিয়ে কেউ লেখেনি

শুধু লোকদেখানো নামাজ পড়লেই কি তাকে ধার্মিক

বলায় যায়? কিংবা শুধু বোরখা পরলেই কি জান্নাত

পাওয়া যায়? পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মাতার পদতলে সন্তানের জান্নাত।রাসুল (সাঃ)বলেছেন

আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেয়ার নির্দেশ

দিতাম তাহলে সে হচ্ছে স্বামী।আত্মীয় স্বজনের সাথে

ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন,প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে বলেছেন,অন্য ধর্মের

লোকদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন

কারো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন

জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়া নিষেধ

কাজের লোকদের সম্পর্কে বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে,তোমরা যা পরবে তাদেরও তাই পরতে দেবে,

তাদের কাজেকর্মে সাহায্য করবে,তাদের উপর কঠিন

কাজ চাপিয়ে দেবেনা।সুদ,ঘুষ,জেনা করা, মদ,জুয়া মিথ্যা বলা চুরি করা পরগীবত পরনিন্দা পরচর্চা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো পালন না করে ভণ্ড নারী শুধুমাত্র বোরখা ঢাকা করে সমাজে অতি ধার্মিক সেজে

বিনাপয়সার উপদেশ বাণী ছড়ায় এটা খুবই হাস্যকর

আল্লাহভীতি বা পরহেজগারি যার ভেতরে থাকে সে

কখনো খারাপ কাজ করতে পারেনা।পক্ষান্তরে লোক

দেখানো নামাজ ভণ্ডামির শামিল, এসব বকধার্মিক

নারীপুরুষ উভয়ের মধ্যে রয়েছে।ওদের এড়িয়ে চলা

আমাদের একান্ত কর্তব্য।

(সমাপ্ত)

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages