বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্য - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 31 March 2021

বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্য

ছৈয়দুল আলম বাঁশখালী (চট্টগ্রাম) থেকে:

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ)দুপুর ১২ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী পাহাড়ী এলাকায় নিজের  ক্ষেতের কাজ করতে হাতির আক্রমণের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ  করেন।

স্থানীয় সূত্র জানা যায়, কৃষক নুর মোহামদ শিম ক্ষেতে কাজ করার সময়ে হঠাৎ এক পাহাড়ী হাতি পিছন থেকে তাকে আক্রমণে তার হাত-পা ভেঙ্গে পুরা শরীর বালিতে চেপে পা দিয়ে দফায় দফায় আঘাত করায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার দেওয়ান আলীর বাড়ির মৃত্ আবুল হোসেনের দ্বিতীয় পুত্র নুর মুহাম্মদ (৬০)তিনি স্ত্রী, এক ছেলে ছয় কন্যা সন্তান রেখে যান।

কালীপুর-সাধনপুর বন বিট কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন নিহত নুর মুহাম্মদ লাশ দেখতে এসে পরিবার আত্মীয় স্বজন কে বলেন আমরা উপর মহলকে মৃত্যুর খবর জানিয়েছি, সরকারি ভাবে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন

কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন, পূর্ব গুনাগরী পাহাড়ী এলাকায় হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছে শুনে ঘটনাস্থলে ইউপি স্থানীয় ইউপি মেম্বারকে পাঠিয়েছি এবং নিহত পরিবার সরকারি অনুদান পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছি।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages