পঞ্চগড়ের জুয়া খেলার সময় আবারো ৫ জুয়াড়ীকে আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 7 July 2021

পঞ্চগড়ের জুয়া খেলার সময় আবারো ৫ জুয়াড়ীকে আটক

নিতিশ চন্দ্র পঞ্চগড় প্রতিনিধি :


পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় আবারো জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস,মাদুর, মোবাইল ফোন ৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(০৬ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান গ্রামের খাদেমুল ইসলামের বাড়ীতে তাদের আটক করা হয়

 আটককৃতরা হলো,- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বালিয়া লক্ষীথান গ্রামের মোঃ সমশের আলীর পুত্র মোঃ খাদেমুল ইসলাম (৫৫), বামনকুমার শাহাপাড়া গ্রামের আব্দুল শাহ্ এর পুত্র মোঃ বিপুল ইসলাম (২৭), পাশ্ববর্তী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল মাহাতপাড়া গ্রামের মৃত বদির উদ্দীনের পুত্র মোঃ মোজাহারুল ইসলাম (৩৮) লাহিড়ী পরদেশী পাড়া গ্রামের গোপাল দাসের পুত্র বেনজামিন দাস (৪০) লাহিড়ী ঠুমুনিয়া গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৮)

 আটোয়ারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনা মোতাবেক এসআই দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে এসআই শাহীন আল মামুন, এসআই মঞ্জুরুল ইসলাম এবং এএসআই মিজানুর, এএসআই হাসিবুল ইসলাম এএসআই পরিতোষ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার( জুলাই) দিবাগত রাত প্রায় দেড় টার সময় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান গ্রামের খাদেমুল ইসলামের বাড়ীতে এক ষাঁড়াশী অভিযান পরিচালনা করেন।

এসময় / জন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পুলিশ উল্লেখিত জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ প্রায় হাজার ২শত ৯০টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, মাদুর, ৫টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং ৭টি মোটর সাইকেল জব্দ করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, গ্রেফতারকৃত পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের / ধারা এবং সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার(০৭ জুলাই) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
যার মামলা নং-০২, তারিখ: -/-/২০২১ ইং।

উল্লেখ, আটোয়ারী থানা পুলিশ গত ১৬ জুন উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে জন জুয়াড়ীকে এবং ২৪ জুন রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের তাহেরুল ইসলামের নির্মানাধীন ফাঁকা বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে জন জুয়াড়ী এবং ৫ জুলাই রসেয়া বানিয়া পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে জুয়াড়ীকে আটক করেন

 

 

 বুধবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages