২৬ বছর পর বাঁশখালী আ.লীগের সম্মেলন,পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 3 December 2022

২৬ বছর পর বাঁশখালী আ.লীগের সম্মেলন,পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক:

দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে দলে ত্যাগীদের মূল্যায়ন চান তৃণমূলের নেতাকর্মীরা।দুই যুগের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের  সম্মেলন বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহউদ্দীপনার সৃষ্টি হয়েছে সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশী নেতারা কেন্দ্রে-জেলায় তদবির চালিয়ে যাচ্ছেন তাঁরা তৎপরতা দেখা যাচ্ছে দলের নিষ্ক্রীয় নেতাকর্মীদেরওদলের সভাপতি সাধারণ সম্পাদক পদে কে আসছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন তবে তৃণমূলের নেতাকর্মীরা চাইছেন, যাঁরা ত্যাগী সৎ এবং দলের জন্য নিবেদিত, তাঁদের যেন মূল্যায়ন করা হয়যাঁরা ত্যাগী, পরীক্ষিত, তাঁদেরই কমিটিতে আসা উচিতদলের ভেতরে কাউয়া হাইব্রিডদের কমিটিতে আসা উচিত নয় বলে মনে করেন তৃণমূল নেতা-কর্মীরা। দীর্ঘ ২৬ বছর পর আগামী ৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনের ১ম অধিবেশন বাঁশখালী উপজেলায় এবং ২য় অধিবেশন হবে চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, দীর্ঘ ২৬ বছর সম্মেলন না হওয়ায় বাঁশখালী উপজেলায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে সভাপতি-সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব প্রকাশ্যে হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দলীয় কর্মকাণ্ডে কারণে নতুন নেতৃত্ব যেমন সৃষ্টি হয়নি, তেমনি ত্যাগী অনেক নেতা-কর্মীরা রাজনীতির বাহিরে রয়েছেন যারা বিভিন্ন পদে আছেন তারাও পদ-পদবিতে প্রমোশন না পাওয়ায় হতাশ এবার মূল্যায়ন না হলে হয়তো অনেকেই হাল ছেড়ে দেবেন

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে উপজেলায় এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে ইউনিয়নে-ইউনিয়নে বা ওয়ার্ডে-ওয়ার্ডে বর্ধিত সভা, কর্মিসভার মাধ্যমে জনমত সৃষ্টি করা হয়েছে মূলত বাঁশখালী আওয়াম লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সাধারণ সম্পাদক আবদুল গফুরের মধ্যে দ্বন্দ্বের কারণে এই উপজেলায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত

খোঁজ নিয়ে জানা গেছে ১৯৯৬ সালে উপজেলা নাপোড়ায় অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যামে মোস্তাফিজুর রহমান চৌধুরী (বর্তমান এমপি)কে সভাপতি খোরশেদ আলম চৌধুরী সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয় পরে তৎকালীন সময়ের এমপি সুলতান উল কবির চৌধুরীর কথামতো কাজ না করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ অভিযোগ এনে সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক রণতোষ সাংগঠনিক সম্পাদক রেহানকে এমপি সুলতান উল কবির চৌধুরী একান্ত সিদ্ধান্তে বহিষ্কার ঘোষণা করেন।

এর পর তৎকালীন সময়ের এমপি সুলতান উল কবির চৌধুরী (প্রয়াত) তার নিজ বাড়িতে বসে আবদুল গফুরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মো. এনামকে যুগ্ম সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরী খোকাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন

সেই থেকে তারা এসব দলীয় পদ-পদবী ব্যবহার করে আসছেনসেই পুরাতন কমিটিতে সভাপতি-সম্পাদক ছাড়া অধিকাংশ পদ শূন্য থাকলেও তা পূরণ হয়নি তবে সংগঠন পরিচালনায় দেখা যায় তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন দীর্ঘ ২৬ বছরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বহুবার মারামারি, সংঘাত-সংঘর্ষ হয়েছে আগামী ৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে আবার সম্মেলন হলেও নেতৃত্বে কি পুরনোরাই থাকবেন নাকি নতুন কাউকে দিয়ে নতুন কমিটি হবে-তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা কৌতূহলে কাজ করছে সভাপতি পদে বর্তমান সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ছাড়াও জেলা সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি,   এর নাম শোনা যাচ্ছে আর সাধারণ সম্পাদক পদে চরমব্যর্থতা পরিচয় দেওয়া আব্দুল গফুর আবারও প্রার্থী হতে চান এছাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, উপজেলা যুবলীগের সভাপতি এমপির পিএস ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী আমান, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের নাম শোনা যাচ্ছে

উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা জানান, বর্তমান এমপিকে আবারও সভাপতি করা হতে পারে এমন আভাস তারা পাচ্ছেন কোনো কারণে তিনি বাদ গেলে খোরশেদ আলম সভাপতি হতে পারেন আর বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গফুর পুনরায় একই পদ পেতে এমপির সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা করছেন বলে সূত্র জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা সাধারণ সম্পদক হতে চান নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেও বিশাল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে বিগত ইউপি নির্বাচনে হেরে যান তিনি এই রেকর্ডটি তার আশার পথে কাঁটা হতে পারে সাবেক বিএনপির প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই আমিনুর রহমানকে পরাজিত করে টানা দুই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহাদাত আলম তিনিও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ক্ষেত্রে তারও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল নেতাকর্মীরা

সংসদ-সদস্যের পিএস তাজুল ইসলামের দলীয় সামাজিক পদ সংখ্যা বর্তমানে ১৮টি পদ-পদবী রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে তাকেই সংসদ-সদস্য পছন্দ করেন বলে সূত্র জানাগেছে আবার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ইভিএমসহ বিভিন্ন কারনে ভাইরাল মুজিব হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনিও চান সাধারণ সম্পাদক হতে সবমিলিয়ে ২৬ বছর পর হলেও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সাধারণ নেতা-কর্মীদের ব্যাপক আগ্রহ কৌতূহল সৃষ্টি হয়েছে

দলের তৃণমূল নেতাকর্মীদের মতে, যাঁরা দলের জন্য নিবেদিত, ত্যাগী পরীক্ষিত, তাঁদেরই কমিটিতে আসা উচিত যাঁরা দলের দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যান, তাঁদেরকে দলের গুরুত্বপূর্ণ পদে দেওয়া উচিত নয়

চট্টগ্রাম আওয়ামী লীগ সূত্র জানা যায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সামনে রেখেও বর্তমান কমিটি তেমন কোনো কাজ দেখাতে পারেনি তাই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব উপহার দেওয়া হবে নির্ধারিত তারিখে অধিবেশন সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages