বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 26 January 2023

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

একুশে মিডিয়া, বাঁশখালী:

ই-একুশে মিডিয়া
শিক্ষাক্রম২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী (উত্তর) শাখার সভাপতি এম লোকমান হাকিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ' সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা এস এম ফয়জুল্লাহ

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে আগামী প্রজন্মকে রক্ষার জন্য পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেয়া উচিত হবে না তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামী প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি এম. মোবারক হোছাইন আসিফ তিনি বলেন , শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা হিসেবে অংকন করা হচ্ছে পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি আরও বলেন, ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চটগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহা. ওমর ফারুক

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ কল্যাণ সম্পাদক সরওয়ার হোসাইন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা দক্ষিন সভাপতি মুহাম্মদ মোরশেদ, সহ-সভাপতি হাবীব উল্লাহ সাদেকী, পৌর শাখার সাধারণ সম্পাদক ইউছুফ বিন মুনীর, প্রশিক্ষণ সম্পাদক নাসরুল্লাহ সাদ সহ বাঁশখালী থানা ইউনিয়ন নেতৃবৃন্দ একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages