বাঁশখালীতে সালিশি বৈঠকে চাচার হাতে ভাতিজা খুন আরো ২ জন আহত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 8 March 2023

বাঁশখালীতে সালিশি বৈঠকে চাচার হাতে ভাতিজা খুন আরো ২ জন আহত

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের পূর্ব মানিক পাঠান গ্রামের মাইদারী পাড়ায় মার্চ বুধবার সকাল ৯টায় সাবেক এক ইউপি সদস্যের ডাকা সালিশি বৈঠকে চাচার কিরিচের কোপে এক ভাইপো খুন হয়েছে, আরও আহত হয়েছে ভাইপো তাদের বাবা নিহত ভাইপো গাড়ী চালক সাহাব উদ্দিন (৩৩) এর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে আহত ভাইপো মো. শাহজাহান (৩৮), মো. শাহ আলম (৩৫) এবং তাদের বাবা এয়াকুব হোসেন (৬২) বাঁশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে

সরেজমিন গিয়ে জানা গেছে, কাথরিয়ার ৪নং ওয়ার্ডের পূর্ব মানিক পাঠান গ্রামের মৃত আলমগীর প্রকাশ আন্ডা মিয়ার পুত্র এয়াকুব হোসেন নুর হোসেনের সাথে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এই বিরোধের কারণে এয়াকুব হোসেন কাথরিয়ার ৪নং ওয়ার্ড ছেড়ে প্রায় কিলোমিটার দূরে ৯নং ওয়ার্ডে নতুন বাড়ি করে বসবাস করে আসছিল এর মধ্যেও সীমানা বসতভিটা সঠিক নির্ধারণ না হওয়ায় প্রায়শ বিরোধ লেগেই ছিল এই নিয়ে উভয় পক্ষের মীমাংসার দায়ভার নেন স্থানীয় সাবেক ইউপি সদস্য নোমান চৌধুরী তিনি উভয় পক্ষকে মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় সালিশি বৈঠকের সময় দেন এয়াকুব হোসেন এই সালিশি বৈঠকে বসার জন্য তাদের নতুন বাড়ি ৯নং ওয়ার্ড থেকে বুধবার সকাল ৮টায় ৪নং ওয়ার্ডে পুরাতন বাড়িতে আসেন সঙ্গে ছিল তার ছেলে মো. শাহজাহান, শাহ আলম মো. সাহাব উদ্দিন অপরদিকে প্রবাসী নুর হোসেনও অন্যান্যদের নিয়ে নিজ বাড়িতে ছিলেন তাদের সালিশি বৈঠকের শুরুতে কথা কাটাকাটির এক পর্যায়ে নুর হোসেন ক্ষিপ্ত হয়ে ভাই এয়াকুবের ওপর আক্রমণ করতে থাকে

অবস্থায় বাবাকে বাঁচাতে গিয়ে এয়াকুবের ছেলে মো. সাহাব উদ্দিন(৩৩) ঘটনাস্থলে চাচা নুর হোসেন অন্যান্যদের কিরিচের কোপে মারা যান ওই সময় মো. এয়াকুব হোসেন এবং তার আরও দুই ছেলে মো. শাহজাহান এবং মো. শাহ আলম আহত হয়েছে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র শোকে কাতরাতে কাতরাতে মো. এয়াকুব হোসেন বলেন, সাবেক মেম্বার নোমান আমাদেরকে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে আমি কখনো জায়গা চাইনি কেন আমার ছেলে খুন হলো এবং আমি অন্যান্য ছেলেরা আহত হলো বিচার চাই সাবেক ইউপি সদস্য নোমান চৌধুরীর মোবাইলে ফোন দিলে রিং পড়ার পর মোবাইল বন্ধ করে রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বসতভিটার জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনার রেশ ধরে ভাই ভাইপোদের মধ্যে ঘটনা ঘটেছে পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে নিহত সাহাব উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages