জুলিও কুরি শান্তি পদকে ভ‚ষিত বঙ্গবন্ধু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 28 May 2023

জুলিও কুরি শান্তি পদকে ভ‚ষিত বঙ্গবন্ধু

মোহাম্মদ খোরশেদ আলম:

ই-একুশে মিডিয়া

১৯৭৩ সালের ২০ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় জুলিওকুরি পদক সেই পদক প্রাপ্তির আজ ৫০ বছর তিনি বঙ্গবন্দু হয়েছিলেন আগেই সেই ১৯৬৯ সালে ১৯৭১ সারৈর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাকে করেছিল বাঙালীর অবিসংবাদিত নেতা বাংাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু জাতিকে নতুন করে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করান বিশ্ব শান্তির অগ্রদূত শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের আশা আকাঙ্খার প্রতীক হয়ে উঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিউবার প্রেসিডেন্ট ফিফেল কেষ্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিত থেকে তারা সকলে একমত হয়ে সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদক প্রদান করেন ১৯৭২ সালের ১০ অক্টোবর পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষনা করেন পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারী জেনারেল রমেশচন্দ্র সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, “বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু নয়, তিনি বিশ্বের বিশ্ববন্ধু স্বাধীন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতার পক্ষে ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভজুলিও কুরিপদক এর নামটি কিভাবে আসলো তা একটু বলা দরকারফরাসি পদার্থ বিজ্ঞানী জঁ ফ্রেডেবিক জোলিও কুরি ১৯৫৮ সালে মৃত্যুবরণ করেন বিশ্ব শান্তি পরিষদ তাদের শান্তি পদকের নাম ১৯৫৯ সাল থেকে রাখেনজুলিও কুরি ফ্রেডেরিকের মূর নাম ছিল ফ্রেডেরিক  জোলিও ফ্রেডোরিকের স্ত্রী ইরেন কুরি তিনিও বিজ্ঞানী বিয়ের পরে ফ্রেডেরিক ইরেন কুরি উভয়ে উভয়ের পদবি গ্রহণ করেন এবং একজনের নাম হয় জঁ ফ্রেডেরিক জোলিও কুরি এবং অন্যজনের নাম ইরেন জোলিও কুরি পরে যৌথভাবে তারা নোবেল পুরষ্কার লাভ করেন বঙ্গবন্ধুর আগে যারা এই পদকে ষিত হয়েছিল তাঁরা হলো কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হু চিমিন, চিলির গণ আন্দোলনের নেতা সালভেদার আলেন্দে, ফিলিস্তিনিয় জনদরদি নেতা ইয়াসির আরাফাত প্রমুখ আলজেরিয়া সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব  আজ দুই শিবিরে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে  মূলত সা¤্রাজ্যবাদ ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী মিকা পালন করেন তারা এই পদকে ষিত হয়ে আসছিল ১৯৫০ সাল থেকে বিশ্ব শান্তিতে বঙ্গবন্দুর আগ্রহ ছাত্রাবস্থা থেকেই পরে রাজনীতির মাঠে পুরোপুরি নেমে তিনি এদিকে আরো বেশী নজর দেন ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে দীর্ঘদিন কারাভোগ, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে আইনমন্ত্রী নির্বাচিত, ১৯৬৪ সালে সাম্প্রদায়িক সম্প্রিতি আন্দোলন, ১৯৬৫ সালে আইয়বের সামরিক শাসনের বিরুধী আন্দোলন, ১৯৬৯এর গণ আন্দোলন, ’৭০ এর নির্বাচন সর্বোপরি৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু  বলেছিলেন, আমরা সমর্থন জানাই বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ মানব কল্যানের যেকোন মহৎ প্রচেষ্টাকে আন্তজাতিক সম্প্রদায়ের সামনে বঙ্গবন্ধুর সেই দিনের এই উচ্চারন কি আজোও সমান প্রাসঙ্গিক নয়? যখন ইসরাইলের ক্ষেপনাস্ত্রের আঘাতে হতাহত হচ্ছিল ফিলিস্তিনের নিষ্পাপ শিশু আর মানুষগুলো ঠিক সেই সময় বঙ্গবন্ধুর আহŸান বাস্তবায়নের মধ্যেইতো রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বীজমন্ত্র

 

লেখক: সাবেক শ্রম বিষয়ক সম্পাদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages