চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র জটিলতায় আটকে গেল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 4 December 2023

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র জটিলতায় আটকে গেল

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ই-একুশে মিডিয়া

ভোটারের তথ্য গরমিল, সেবা সংস্থার বিল বকেয়া, আয়করের রিটার্ন দাখিল না করা এবং ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে ঋণ খেলাপি হওয়ায় এনপিপির আশীষ কুমার শীল জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল হয় আয়কর রিটার্ন দাখিল না করায় ইসলামী ঐক্যজোটের মো. শফকত হোসাইন চাটগামী

সোমবার ( ডিসেম্বর) দিন ব্যাপি মনোনয়ন যাচাই বাছাই শেষে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়

চট্টগ্রামের জেলা প্রশাসক নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত দুই দিনে চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে এতে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন  

আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেন,

মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), মুজিবুর রহমান সিআইপি (স্বতন্ত্র), মাহমুদুল ইসলাম চৌধুরী (জাতীয় পার্টি), মো. খালেকুজ্জামান (স্বতন্ত্র), আব্দুল্লাহ কবির (স্বতন্ত্র), মোহাম্মদ এমরানুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ মামুন আবছার (এনপিপি), আবদুল মালেক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মহিউল আলম চৌধুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কামাল মোস্তফা চৌধুরী (জাসদ), আশীষ কুমার শীল (ন্যাপ), এম জিল্লুর করিম শরীফি (বাংলাদেশ কংগ্রেস) এবং মো. শফকত হোসাইন চাটগামী (ইসলামী ঐক্য জোট)

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই - ডিসেম্বর, এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনে নারী-পুরুষ মিলে সর্বমোট ভোটার সংখ্যা লাখ ৯৭ হাজার ৯১৯ জন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages