স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ফের অবস্থান ধর্মঘটের হুমকি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ফের অবস্থান ধর্মঘটের হুমকি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয়করণ করা না হলে ১২ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।
বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলা কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের বিগত দশ বছরের শাসনামলে দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল এব‌দেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পহেলা জানুয়ারি ২০১৮ থেকে ১৬ জানুয়ারি অবস্থান ধর্মঘট অনশনরত শিক্ষকদের দাবি পূরণের জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু শিক্ষামন্ত্রীও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মহোদয় আশ্বস্ত করেন আমাদের জাতীয়করণ করা হবে।
তিনি আরো বলেন, তাদের এই আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি কিন্তু দীর্ঘ পাঁচ ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের জাতীয়করণের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি যদি ৩০ জুলাইয়ের মধ্যে আমাদের দাবী বাস্তবায়ন না করা হয় তাহলে ১২ আগস্ট থেকে আমরা আবার রাস্তায় নেমে পড়বো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরন , সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান প্রমুখ। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages