প্রত্যেক জেলায় করোনা’র নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনের গাড়ী প্রস্তুত রাখার নির্দেশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 8 April 2020

প্রত্যেক জেলায় করোনা’র নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনের গাড়ী প্রস্তুত রাখার নির্দেশ


একুশে মিডিয়া, রিপোর্ট:
প্রত্যেক জেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য দুইটি ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার।<:একুশে মিডিয়া:>
বুধবার এক চিঠিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশ দিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।<:একুশে মিডিয়া:>
চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশের প্রত্যেক জেলায় ডিসিদের আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
এ কমিটি করোনা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী শনাক্ত করার জন্য ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি ‘টেস্ট ল্যাব’ স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুইটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।<:একুশে মিডিয়া:>
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনসহ) স্বাস্থ্য বিভাগের সব শাখা ও অধিশাখা খোলা রাখতে কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে।<:একুশে মিডিয়া:>



একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages