কার সঙ্গে আংটি বদল করলেন প্রিয়াংকা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

কার সঙ্গে আংটি বদল করলেন প্রিয়াংকা!-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অবশেষে বিয়ের পাত্র ঠিক করে ফেলেছেন অনেক আগেই। এবার নাকি বাগদানের পর্বটিও ইতিমধ্যে সেরেও ফেলেছেন। এমনই খবর মিলেছে ।
নিউইয়র্কের একটি দোকানে আংটি কিনতে যান নিক জোনাস। এর পরই সেই আংটি নিয়ে প্রিয়াংকার সঙ্গে লন্ডনে উড়ে যান নিক। বিদেশে বসেই শুভ কাজটি সেরে ফেলেন তারা।
সম্প্রতি লন্ডনে প্রিয়াংকার হাতে হীরার আংটি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয় কার দেয়া আংটি পরেছেন হলিউড মাতানো এ দেশিগার্ল!

ওই সময়ই তার হাতে একটি হীরার আংটি দেখা যায়। কিন্তু পাপারাজ্জিদের দেখে হাত লুকিয়ে ফেলেন ও ক্যামেরা দেখে হাত পকেটে ঢুকিয়ে নেন প্রিয়াংকা।
পাপারাজ্জি থেকে প্রাপ্ত খবর, নিজের ৩৬তম জন্মদিনেই মার্কিন পপতারকা নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন এ অভিনেত্রী। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages