একুশে মিডিয়া, খুলনা রিপোর্ট:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ----- রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোর্তজা রশিদ বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আট মাস আগে সুজার কিডনি প্রতিস্থাপন করা হয়। গত ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে সুজার সঙ্গে তার স্ত্রী রয়েছেন।
১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাট জেলার ফকিরহাটে জন্মগ্রহণ করা এস এম মোস্তফা রশিদী সুজা ১৯৯০ সালের পর তিনি খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দীঘলিয়া) আসন থেকে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। সর্বশেষ সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন।
মোস্তফা রশিদী সুজা খুলনা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ছিলেন। রাজনীতির পাশাপাশি মোস্তফা রশিদী খুলনা আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি খুলনা নাট্য নিকেতনের সভাপতি ছিলেন।
সুজা খুলনা জেলা আওয়ামী লীগের ৩ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবেও একবার দায়িত্ব পালন করেন। ওয়ান ইলেভেনের সময় আত্মগোপনে থাকা সুজা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ফেরেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন সুজা। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment