একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক :
একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও সংশ্লিষ্ট গণভোটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য পরিচয়পত্র ও পর্যবেক্ষক অনুমোদন প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল https://pr.ecs.gov.bd–এ গিয়ে আগ্রহী সাংবাদিকদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
ইসি জারি করা এক বিশেষ পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে অনলাইনে আবেদন অনুমোদনের পর সাংবাদিকরা কিউআর কোডযুক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন।
পরিপত্র অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারবেন। কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ সাংবাদিকদের কাজে বাধা দিলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
যেসব তথ্য ও কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী https://pr.ecs.gov.bd পোর্টালে আবেদনের সময় সাংবাদিকদের নিম্নলিখিত তথ্য ও নথিপত্র সংযুক্ত করতে হবে—
১) বৈধ ও হালনাগাদ প্রেস কার্ড
২) সম্পাদক বা কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত সাংবাদিকদের নামের তালিকা
৩) পত্রিকার রেজিস্ট্রেশনের প্রমাণপত্র
৪) পত্রিকার রেজিস্ট্রেশন নম্বর
৫) পত্রিকার অফিসিয়াল ইমেল ঠিকানা
৬) দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকের মোবাইল নম্বর
৭) পত্রিকার অফিস ঠিকানা
৮) সদ্য তোলা ছবি
৯) আবেদনকারীর স্বাক্ষর
১০) ব্যক্তিগত মোবাইল নম্বর
১১) ব্যক্তিগত ইমেল ঠিকানা
১২) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি
ভোটকেন্দ্রে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা
পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ২৯(গ) ধারা অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে নির্বাচনি সংবাদ সংগ্রহ করবেন। সাংবাদিক নীতিমালা–২০২৫ অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের সত্যতা যাচাই করতে পারবেন। কোনো অনুমোদিত সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা বা পেশাগত সরঞ্জামের ক্ষতি করা হলে গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৪(ক) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত করা হবে।
এছাড়া ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের ভেতরের স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।




No comments:
Post a Comment