একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের একমাত্র উপজেলা বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ভোট কেন্দ্র, ভোটার সংখ্যা ও ভোটকক্ষের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
পুকুরিয়া ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৩৭ জন, নারী ভোটার ১২ হাজার ৯৯৪ জন এবং হিজড়া ভোটার ১ জন। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ড মিলিয়ে এখানে মোট ৭টি ভোট কেন্দ্র নির্ধারণ করছে নির্বাছন কমিশন।
ভোট কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য নিম্নরূপ-
১। দক্ষিণ বরুমচড়া (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৯৮২ জন, নারী ভোটার ১ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ১ জনসহ মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৬২ জন। এখানে অস্থায়ী ২টিসহ মোট ৯টি ভোটকক্ষ রয়েছে।
২। হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ১৬৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৭০ জন। মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৩৩ জন। ভোটকক্ষ রয়েছে ৪টি।
৩। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ২৯৩ জন ও নারী ভোটার ২ হাজার ২৬০ জন। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৫৩ জন। ভোটকক্ষ রয়েছে ৮টি।
৪। পশ্চিম নাটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৪২২ জন ও নারী ভোটার ১ হাজার ৩৯০ জন। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮১২ জন। ভোটকক্ষ রয়েছে ৫টি।
৫। নাটমুড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৭১২ জন ও নারী ভোটার ২ হাজার ৪৯৫ জন। মোট ভোটার সংখ্যা ৫ হাজার ২০৭ জন। ভোটকক্ষ রয়েছে ১০টি।
৬। পুকুরিয়া আনছারুল উলুম সিনিয়র (ফাজিল) মাদ্রাসা ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৫৬৪ জন ও নারী ভোটার ১ হাজার ৪৮৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫১ জন। ভোটকক্ষ রয়েছে ৬টি।
৭। পূর্ব পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র:
এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৫০১ জন ও নারী ভোটার ২ হাজার ৪১৩ জন। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯১৪ জন। এখানে অস্থায়ী ২টিসহ মোট ১১টি ভোটকক্ষ রয়েছে।




No comments:
Post a Comment