একুশে মিডিয়া:
বাঁশখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের ইন্তেকালে বাঁশখালী প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজার পাড়ার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এক শোকবার্তায় বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি ও সদস্য সচিব মিজান বিন তাহের মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাযার নামাজে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোকবার্তায় বাঁশখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, মরহুম মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গুণী মানুষকে হারাল। প্রেসবিজ্ঞপ্তি




No comments:
Post a Comment