বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিতে(ওয়ার সিমেট্রি) কুমিল্লায় ১০ দেশের রাষ্ট্র দূতের শ্রদ্ধাঞ্জলি।।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 10 November 2018

বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিতে(ওয়ার সিমেট্রি) কুমিল্লায় ১০ দেশের রাষ্ট্র দূতের শ্রদ্ধাঞ্জলি।।একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমন ওয়েলথ যুদ্ধ সমাধিতে, ওয়ার সিমেট্রি) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতসৈনিকদের স্মরণে  শ্রদ্ধা জানিয়েছেন ১০ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। শুক্রবার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই  কমিশনার কানভের হোসেন বরের নেতৃত্বে সকল   দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা স্মরণ সভায় অংশ নেন।হাই কমিশনার ও প্রতিনিধি গন কুমিল্লা ময়নামতি যুদ্ধ সমাধির পশ্চিম পাশে অবস্থিত   হলিক্রস পাদ দেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলি মধ্য দিয়ে   নিহত সৈনিকদের স্মরণকরেন, এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে,পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে প্রার্থনা করেন ফাদার আলবারু।
এ সময় উপস্থিত ছিলেন, জার্মানের রাষ্ট্রদূত পিটারতাহরু হলতি, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিকবাউরদিন, জাপানের রাষ্ট্রদূত হিরুইয়াসু ইজুমি,অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট, কানাডাররাষ্ট্রদূত বেনয়িট প্রিফনটেইন, শ্রীলংকার রাষ্ট্রদূতক্রিশান্তি ডি সিলভা, আমেরিকান দূতাবাসেরপ্রতিনিধি জুয়েল রিফম্যান, ভারতীয় দূতাবাসেরপ্রতিনিধি ব্রিগেডিয়ার জে এস চিমা প্রমুখ।বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনেরকমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ শামস চৌধুরী,এনডিসি পিএসসি, কুমিল্লাজেলা প্রশাসনের পক্ষে জেলা 
প্রশাসক আবুল ফজলমীর ও জেলা পুলিশের 
পক্ষে শ্রদ্ধা জানান জেলাপুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম-বিপিএম (বার)পিপিএম।
নিহত সৈনিকদের স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করেন,উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয়বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ সৈনিককে কুমিল্লার ওয়ারসিমেট্রিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালেএকজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরাযুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে সমাধির সংখ্যা দাঁড়ায়৭৩৭টিতে। ওয়ার সিমেট্রিতে মুসলিম ধর্মের ১৭২জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের দু’জন এবংখ্রিস্টান ধর্মের ৫৩৯ জনের সমাধি রয়েছে।কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।
একুশে মিডিয়া।
Attachments area

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages