নড়াইলের পুলিশ সুপার'র পক্ষ থেকে ৬০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 16 December 2018

নড়াইলের পুলিশ সুপার'র পক্ষ থেকে ৬০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে ৭১’র স্বাধীনতা যুদ্ধে রণকৌশল প্রদান করে যাঁরা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে তাঁদেরকে সম্মাননা প্রদান করতে নড়াইল পুলিশ কখনোই পিছপা হয় না।
এবারও মহান বিজয় দিবস-২০১৭ উদযাপনের পর সোমবার (১৭ ডিসেম্বর) জেলার পুলিশ লাইন অডিটোরিয়ামে ৬০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে তাঁদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন। সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)'র সভাপতিত্বে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, সকল সদস্যবৃন্দ। নড়াইল পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম),বলেন, পুলিশ দেশ ও জনগণের নিরাপত্তা বিধানের লক্ষে ৭১’এর রণাঙ্গণেও কাজ করেছিল।
যার স্বীকৃতিস্বরূপ আমরা লাল-সবুজের পতাকা পাক-বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। নড়াইলে অবস্থানরত ৫৯ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে নিজ হাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), নিজেই। তিনি তাঁর বক্তব্যে নড়াইলবাসীকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে ৬০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages