চট্টগ্রামে ‘বিমান ছিনতাইচেষ্টা’ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 23 January 2020

চট্টগ্রামে ‘বিমান ছিনতাইচেষ্টা’ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:>>>
চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার মামলায় চূড়ান্ত প্রতিবেদন (সত্য) দাখিল করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।<:একুশে মিডিয়া:>
ঘটনার ১১ মাস পর বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক রাজেশ বড়ুয়া।<:একুশে মিডিয়া:>
এ মামলার একমাত্র আসামি পলাশ আহমেদ কমান্ডো অভিযানে নিহত হওয়ায় এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা না পাওয়ায় ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানায় তদন্তকারী সংস্থা।<:একুশে মিডিয়া:>
তবে তদন্তে উঠে আসে সাবেক স্ত্রী চিত্র নায়িকা সিমলাকে পুনরায় ফিরে পেতেই বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরণের ভয়ভীতি দেখিয়ে বিমানের অভ্যন্তরে ত্রাস সৃষ্টি করে বিমানযাত্রী, পাইলট ও কেবিন-ক্রুদের জিম্মি এবং মৃত্যুর ভয় দেখিয়ে বিমান ছিনতাই ও ধ্বংসের চেষ্টা করেন তিনি।<:একুশে মিডিয়া:>
গত বছরের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজটি (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে।<:একুশে মিডিয়া:>
বিকাল সাড়ে ৫টার দিকে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই বিমানে ১৪৩ যাত্রী ও ৪ শিশু ছিল। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস কমান্ডো অভিযানে ছিনতাই চেষ্টাকারী পলাশ নিহত হয়।<:একুশে মিডিয়া:>
এ ঘটনায় পরদিন সন্ত্রাসবিরোধী আইনে এবং বিমান নিরাপত্তাবিরোধী অপরাধ দমন আইনে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়ের করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।<:একুশে মিডিয়া:>
সিটিটিসির পরিদর্শক রাজেশ বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের করা মামলাটি সত্য। এ মামলার একমাত্র আসামি পলাশ আহমেদ অভিযানে মারা গেছেন। এ মামলায় অন্যকারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ মামলায় বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলায় ৭৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।<:একুশে মিডিয়া:>





একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages