![]() |
এনামুল কবির (মুন্না):>>>
দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে আলাউদ্দিন (আইন উদ্দিন) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের মৃত মীরজালীর ছেলে আলাউদ্দিন (আইন উদ্দিন)।
পুলিশ সূত্রে জানা যায় দোয়ারাবাজার থানার এ এস আই বজলুল করিম, এ এস আই জামাল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করা হয়।সে বিজ্ঞ আদালত মামলা নং সি আর ২০/১০ (দোয়ারা) দুই(২) বছর বিনাশ্রম কারাদন্ড ও দুই (হাজার) টাকা জরিমানা অনাদায়ে আর ও ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় তাকে বাংলাবাজার থেকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার এসআই(দায়িত্বপ্রাপ্ত ওসি) সজিব দত্ত আসামিকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে মুঠো ফোনে একুশে মিডিয়াকে বলেন, তাকে শুক্রবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment