পাঁচবিবির মেয়ে শাহনাজ রানুর "প্রযত্নে কালো শাড়ি" বইটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলায় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 18 February 2020

পাঁচবিবির মেয়ে শাহনাজ রানুর "প্রযত্নে কালো শাড়ি" বইটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলায়


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
এবারের একুশে বইমেলা-২০২০ এ নতুন একটি কাব্য গ্রন্থ নিয়ে উপস্থিত হয়েছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি পোষ্ট অফিস পাড়ার মেয়ে শাহনাজ রানু। সময় প্রকাশনী থেকে প্রকাশিত কাব্য গ্রন্থটির নাম "প্রযত্নে কালো শাড়ি" "The Enternal Black"।
ধ্রুব এষ এর প্রচ্ছদ করা বইটিতে কবি শাহনাজ রানুর মোট ৪৪টি কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে ২২টি বাংলায় এবং ২২টি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার সময় প্রকাশনীর ২৭ নং প্যাভিলিয়নে কবিতার বইটি পাওয়া যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা শাহনাজ রানু পেশায় সরকারি কর্মকর্তা হলেও লেখালেখির উপর তার ঝোক সেই ছোটবেলা থেকে। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে কর্মরত আছেন।
শামসুল আযম ও তাহমিনা আযম দম্পতির সন্তান শাহনাজ রানু তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। ব্যাক্তিগত জীবনে তিনি একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জননী।
উল্লেখ্য,এটি তার দ্বিতীয় কাব্য গ্রন্থ। গত একুশে বইমেলা-২০১৯ এ শাহনাজ রানুর প্রথম কবিতার বই "নোনতা চোখের গল্প" প্রকাশ পেয়েছিল।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages