বেলকুচিতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 19 February 2020

বেলকুচিতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত


সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন নিশ্চিতককল্পে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ (ফেব্রুয়ারি) বুধবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এই প্রেস ব্রিফিং ও সেমিনার  হয়।
আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  আব্দুর রউফ কমলের সঞ্চালনায় সেমিনারে মুল কার্যাবলী উপস্থাপন করেন মেরিন একাডেমীর ইনস্ট্রাক্টর সাখাওয়াত হোসেন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খাঁন, সাধারন সম্পাদক ফজলুর হক সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, মহিল ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি অফিসার ইনর্চাজ (ওসি) তদন্ত নুরে আলম, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধার কমান্ডার নজরুল সরকার, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমূখ।
প্রেস ব্রিফিং এর সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সেমিনারে  বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে নিরাপদ অভিবাসন নিশ্চিতে সচেতনতাসহ বিভিন্ন সরকারি সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages