বাঁশখালীতে ট্রলারডুবে নিহত ২ নিখোঁজ ১ আহত অর্ধশতাধিক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 February 2020

বাঁশখালীতে ট্রলারডুবে নিহত ২ নিখোঁজ ১ আহত অর্ধশতাধিক


আহতদের উদ্ধার ও পার্শ্বে লাশ নিয়ে ফিরছে বাড়ীতে ছাবি: একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলারডুবে নিহত ২, আহত অর্ধশতাধিক ও একজন নিখোঁজ।
জানা যায়, বাঁশখালী উপকুলীয় ইউনিয়ন কাথারিয়া চুনতি জলকদর খালে আজ বুধবার সকল ১০টা দিকে  কুতুবদিয়া হযরত মালেক শাহ হুজুরের বার্ষিক ওরশ ও মাহফিলে যাওয়ারর পথে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, ট্রলারটি রওনা হওয়ার  কিছুক্ষণ পরই ট্রলারটি উল্টে যাত্রীরা  জলকর খালে পড়ে যায়, এ দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধর করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এতে আরো প্রায় ৫০ জন আহত হয়েছে বলেও জানা যায়
বুধবার সকালে ট্রলারটি কুতুবদিয়ার উদ্দেশ্য রওনা হওয়ার কিছুদূরযাওয়ার পর উল্টো জায় এসময়  ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় মোহম্মদ আক্কাস (২৮) কে  বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত  চিকিৎসক    তাকে মৃত ঘোষণা করেন। সে কাথারিয়া উইনিয়নের  বাঘমারা গ্রামের রুকনুজ্জমানেের পুত্র নিহত অন্য জন হলেন, খানখানাবাদে পশ্চিমে সগরে ট্রলার ডুবে বাঁশখালী উপজেলার খানখাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামের মোহাম্মদ ইদ্রিস ও সালমা খাতুনের ছেলে আবদুল মালেক (৪৬)। বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
বাঁশখালীতে ফিশিং বোট করে কুতুবদিয়া দরবারে ওরশে যাওয়ার পথে নিহত ১, নিখোঁজ একজনের খুঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ডুবুরি ফায়ার সার্ভিসের টিম।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages