বাঁশখালীতে ডিবির অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার, টেম্পুসহ গ্রেপ্তার ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 15 December 2025

বাঁশখালীতে ডিবির অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার, টেম্পুসহ গ্রেপ্তার ২

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি বিদেশি তৈরি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর থানার বাসিন্দা মোহাম্মদ হাসান প্রকাশ আকাশ (২৭)

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ডিবি) মো. রাসেল জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সময় সন্দেহজনক একটি টেম্পু (চট্টমেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলির উৎস এবং এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল-সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages