পঞ্চগড়ের করোনা সংক্রমন রোধকল্পে প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 24 June 2021

পঞ্চগড়ের করোনা সংক্রমন রোধকল্পে প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা

নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

ছবি: একুশে মিডিয়া

পঞ্চগড়ের করোনা সংক্রমন রোধকল্পে ইউনিয়ন জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা সহ স্বাস্থ্য সেবাদানকারীদের নিয়ে প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২৪ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানটি আটোয়ারী উপজেলার : : কর্মকর্তা ডা: হুমায়ূন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যান তৈহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান মহোদয়ের,  আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন,  ওসি তদন্ত দুলাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী, মেডিকেল অফিসার ডাঃ সইফুজ্জামান বিপ্লব সহ বিভিন্ন ৬ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা সহ স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাগণ

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়রম্যান তৈহিদুল ইসলাম করোনা প্রতিরোধের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন,  ‘আমরা চাইলেই নিজেদের করোনার আক্রমণ থেকে যথাসম্ভব দূরে রাখতে পারি জন্য কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি সরকারও প্রতিনিয়ত বিষয়টি প্রচার করছে বেশ কিছু কার্যকর পদক্ষেপও হাতে নিয়েছে, যেমন নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম অর্থাৎ মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া হবে না করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই, এটি কোনো কারণে এখনো আমরা মানতে নারাজ তাই প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় দেখছি না আমরা আর করোনার উপসর্গ দেখা দেওয়ামাত্র ডাক্তারের শরণাপন্ন হতে হবে জন্য প্রথমেই জানতে হবে করোনার লক্ষণগুলো কী কী যেমন অবসন্নতা, জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, শ্বাসকষ্ট, স্বাদহীনতা গন্ধহীনতা

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, ‘আমাদের দেশে অনেকের ক্ষেত্রে করোনার আক্রমণ জটিল হয়েছে শুধু সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে অনেকেই নিজে নিজে চিকিৎসা করে থাকেন, এটি মোটেও ঠিক নায় কারণ আমার অভিজ্ঞতা বলে, করোনা একেকজনের ক্ষেত্রে একেক ধরনের জটিলতা তৈরি করে বিশেষ করে যাঁদের আগের জটিল কোনো রোগ রয়েছে ছাড়া যাঁদের ডায়বেটিস, হৃদ্রোগ, কিডনি জটিলতা, পাকস্থলী, যকৃতের সমস্যাসহ নানা ধরনের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাঁদের বিভিন্ন ধরনের জটিল তা তৈরি হয় চিকিৎসাপদ্ধতিতেও এসেছে পরিবর্তন যেসব করোনা রোগীর সংক্রমণ মাঝারি জরুরি পর্যায়ে, তাঁদের অবশ্যই রক্ত তরল করার ওষুধ প্রয়োগের নির্দেশ দেওয়া হয় এমনকি কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে সংক্রমিত রোগীদেরও ধরনের ওষুধ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেনফলে প্রচুর রোগীর মৃত্যুঝুঁকি যেমন কমেছে, তেমনি মৃত্যুহারও কমেছে সারা বিশ্বেই বয়স্কদের ক্ষেত্রে রোগটি বেশি মরণঘাতী সে তুলনায় ৫০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তুলনামূলক কম মরণঘাতী আর ছোটদের ক্ষেত্রে আশঙ্কা অনেক কম কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে আর সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যাঁরা সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেননি, তাঁদের অবস্থাই বেশি জটিল হয়েছে

ওসি তদন্ত দুলাল উদ্দীন আলোচনা করেন করোনায় রক্ত জমাট বাঁধা সমস্যা প্রতিকার নিয়ে তিনি বলেন, শুরুতে এটি জানা ছিল না যে করোনা রোগীর শরীরে রক্ত জমাট বেঁধে যায় এটি সম্ভবত প্রথম শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে সেখানে একজন রোগীর শরীরে রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা যাওয়ার পর চিকিৎসকেরা গবেষণা করে দেখতে পান এর কারণেই সবচেয়ে বেশি রোগী মারা যাচ্ছে এক গবেষণায় দেখা গেছে, করোনায় রক্ত জমাট বেঁধে মারা যাওয়া রোগীর সংখ্যা প্রায় ৭১ শতাংশ অর্থাৎ ভাইরাসের সংক্রমণে দেহের গভীর শিরাগুলোতে থ্রম্বোসিস তৈরি হয়, যা সাধারণত পায়ের শিরায় দেখা যায় এভাবে রক্ত জমাট বেঁধে শিরার জায়গায় জায়গায় আটকে পড়ে কিংবা সেগুলো যদি টুকরা বা ক্ষুদ্র হয়ে ভেঙে ফুসফুসের দিকে যায়, তখন তা রক্ত চলাচলকে আটকে দিয়ে জীবন হুমকির মুখে ঠেলে দেয়

মেডিকেল অফিসার ডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লব আলোচনা করেন করোনা রোগীর যত্ন এবং সচেতনতা নিয়ে তিনি বলেন, ‘কিছু অদ্ভুত বিষয় আমরা খেয়াল করেছি, যেমন একই ঘরে একজনের করোনা আক্রান্ত হলেও বাকিরা আক্রান্ত হননি অর্থাৎ হয়তো স্বামীর করোনা হয়েছে কিন্তু স্ত্রীর হয়নি।

কিন্তু তাই বলে করোনাকে হালকাভাবে দেখা যাবে না বেশির ভাগ করোনা রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং ভালো হয়ে যাচ্ছেন সুতরাং বাড়িতে এসব রোগীর যাঁরা সেবা দেন, তাঁদের সতর্ক থাকতে হবে করোনার শুরুতে দেখা গেছে, কারও করোনা হলে তাঁকে অনেকটাই একঘরে করে দেওয়া হয়েছে কিন্তু এখন বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের চিকিৎসা দেওয়া যাবে

উল্লেখ্য, যে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সাম্প্রতিক কালে  করোনা সংক্রমণ বৃদ্ধি রোধ কল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ফ্রি মাক্স বিতরণ করছেন গণমান্য ব্যক্তিসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

 

 

বৃহস্পতিবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages