পঞ্চগড়ের চাষ হচ্ছে ‘সূর্যডিম’ আম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 24 June 2021

পঞ্চগড়ের চাষ হচ্ছে ‘সূর্যডিম’ আম

নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

ছবি: সংগৃহিত

বিশ্বের সবচেয়ে দামি এবং সুস্বাদু আম হিসাবে মনে করা হয়সূর্যডিমআমকে জাতের আম এখন চাষ হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমিতে মনে করা হয় দেশের মধ্যে সূর্যডিম আমের সব থেকে বড় বাগানও এটি কাজী মাহবুবুর রহমান নামের এক বীর মুক্তিযোদ্ধা বাগান গড়ে তুলেছেন তার বাগানে রয়েছে ৩৩০টিসূর্যডিমজাতের আম গাছ

বাগানেরটি উপজেলা শহর থেকে কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেঁষা কাজীপাড়া গ্রামে সেখানে বাগানের গাছে ঝুলছে বিশ্বের সবচেয়ে দামি সুস্বাদু আমটি সবুজ, বেগুনি আর গাঢ় লাল রঙের মিশ্রণে দেখতে অসাধারণ সুন্দর এই আম প্রত্যেকটি গাছে ৫০ থেকে ৬০টি করে ধরেছে

ওজনে ৪০০ থেকে ৫০০ গ্রামের এই আমটু ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে প্রায় হাজার টাকা দরে এই আম কিনছেন সৌখিন ক্রেতারা। কাজী মাহবুবুর রহমান জানান, বাগানে শুরুতে তিনি ২০০ সূর্যডিম আমের গাছ লাগানো হয় পরে আরও ১৩০টি আমের চারা লাগান তিনি বাগানে সূর্যডিম আমের ফলন শুরু হয়েছে ২০১৯ সাল থেকে এই আম দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে

তিনি আরোও বলেন, জমি আমার হলেও মূলত আমার দুই মেয়ে-মেজর কাজী মৌসুমী (অব.) এবং কাজী মহুয়া এই আমের বাগান করেছেন তারাই ২০১৭ সালে নিকটাত্মীয়ের কাছে এই আমের বর্ণনা শোনে ঢাকা থেকে চারা গাছ সংগ্রহ করে পাঠায়

কাজী মাহবুবুর রহমান বলেন, তেঁতুলিয়ার সমতল জমিতে এই আমের প্রচুর ফলন হয় প্রযুক্তি এবং সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এখানকার সূর্যডিম আম বিদেশেও রপ্তানি হবে এছাড়া সরকার উদ্যোগ নিলে এই আমের চারা উৎপাদন করে আগ্রহী চাষিদের কাছে পৌঁছানো যাবে

 

 

বৃহস্পতিবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages