প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে-স্পিকার শিরীন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 5 November 2022

প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে-স্পিকার শিরীন

একুশে মিডিয়া, ডেক্স:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারার মধ্যেই এসপিসিপিডি প্রকল্পের সফলতা এই সফলতার ধারাবাহিকতায় প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিতপলিসি ডায়লগ অন পলিসি অ্যাকশনস টু অ্যান্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথসঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা সহায়তা পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে এই প্রকল্পের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে

তিনি আরও বলেন, ‘এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদান করলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে

. শিরীন শারমিন চৌধুরীর বলেন, ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে

মাতৃস্বাস্থ্য উন্নয়ন নিরাপদ প্রসব নিশ্চিতকরণ পরিবার পরিকল্পনাসাবকমিটির আহ্বায়ক সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার ডা. রুহুল হক প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ এবং ইউএনএফপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages