চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ৬ খেলোয়াড় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 21 December 2022

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ৬ খেলোয়াড়

একুশে মিডিয়া, ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধধ ১৭ মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছে চট্টগ্রামের নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির মহিলা ফুটবলারচট্টগ্রামের ১১জেলার মহিলা ফুটবলারদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় দল গঠন করা হয়েছে দলটি আগামী ২০ ডিসেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনুর্ধধ ১৭) বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ বিকাল টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেনছয় সদস্যের নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়রা গত ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে অবস্থানরত দলের সাথে যোগ দিয়েছে

নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি চেয়ারম্যান আজিজুল হক অত্র একাডেমির প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ এই প্রতিবেদকে মুঠোফোনে বলেন,চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দলের মহিলা ফুটবলারদের বাছাই করে ২০ সদস্য বিশিষ্ট  চট্টগ্রাম বিভাগের দলটি গঠন করা হয়েছে উক্ত বিভাগীয় দলটিতে চট্টগ্রাম থেকে মাত্র খেলোয়াড় সুযোগ পেয়েছে,সেই সাত জনের মধ্যে আমাদের প্রতিষ্ঠান নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি জন ছাত্রী খেলার সুযোগ পেয়েছেসুযোগ পাওয়ায় মহানআল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি,আর চট্টগ্রাম আনোয়ারা,বাঁশখালীর সকল ক্রীড়ামোদী ভাই বোনদের কাছে ছাত্রী গুলোর জন্য দোয়া আর্শীবাদ কামনা করছি,তারা যাতে ভালো খেলা উপহার দিয়ে চট্টগ্রাম বিভাগের সম্মান এবং নিজ উপজেলার সম্মান বয়ে আনতে পারে,পরিশেষে ছাত্রীগুলোসহ টিমের সকল খেলোয়াড়দের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ুকামনা করছি

নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি প্রধান উপদেষ্টা প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াশিকা আয়শা খান (এমপি),চট্টগ্রাম বিভাগীয় (অনুর্ধধ ১৭) ফুটবল দলে সুযোগ পাওয়া নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি সকল খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দসহ চট্টগ্রাম বিভাগীয় মহিলা ফুটবল দলের সফলতা কামনা করেন তিনিউল্লেখ্য অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধধ ১৭ বিভাগীয় ফুটবলে চট্টগ্রাম বিভাগের দলটি আগামী ২৩ ডিসেম্বর রংপুরের সাথে মোকাবিলা করবেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages