একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিই বিএনপির এক নম্বর শর্ত। তার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। আর অবশ্যই পার্লামেন্ট ভেঙে দিতে হবে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া কোন নির্বাচন হবে না। দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।
তিনি বলেন, সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। গণতন্ত্র, মানুষের অধিকার আদায় ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সারাদেশে জেলা ও উপজেলায় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর থেকেই দলে দলে নেতাকর্মীরা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটা নাগাদ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment