বাবা হত্যাকারী ছেলের কারাগারে মৃত্যু-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

বাবা হত্যাকারী ছেলের কারাগারে মৃত্যু-একুশে মিডিয়া

ছবি: প্রতিনিধি
একুশে মিডিয়া, কিশোরগঞ্জ রিপোর্ট:
কিশোরগঞ্জ জেলা কারাগারে শামীম হোসেন (৪০) নামে হত্যা মামলার এক আসামির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে শামীমকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
শামীম হোসেন করিমগঞ্জ উপজেলার সাধেরচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। ২০১০ সালের ১৬ অক্টোবর বাবা আব্দুল কুদ্দুছকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তখন থেকেই শামীম কারাগারে ছিল।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শামীম হৃদরোগে আক্রান্ত হলে তাকে পার্শ্ববর্তী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরম পড়েছিল, তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস। ফলে শামীম হিটস্ট্রোকে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages