কম বয়সে কেন বিয়ে করেছিলেন, যা বললেন শাহরুখ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

কম বয়সে কেন বিয়ে করেছিলেন, যা বললেন শাহরুখ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
মাত্র ২৫ বছর বয়সেই প্রিয় বন্ধু গৌরীকে বিয়ে করেন শাহরুখ খান। বলিউডের অন্যতম সুখী দম্পত্তি হিসেবে ধরা হয় তারা। সম্প্রতি শাহরুখের কাছে প্রশ্ন আসে ‘আপনি এত কম বয়সে বিয়ে করেছিলেন কেন?’
বুদ্ধিদীপ্ত দক্ষতায় উত্তর দেন বলিউড বাদশাহ। শাহরুখ খান বলেন, ‘ভাই ভালোবাসা আর ভাগ্য যে কোনো সময়ে চলে আসতে পারে। দুটিই গৌরীর সঙ্গে সঙ্গেই এসেছিল।’
সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রিয় সুপারস্টারকে যেন বন্ধুর মতো করেই পেয়ে যান ভক্ত-অনুরাগীরা। তারকারাও ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজেদের কথা শেয়ার করছেন। এক্ষেত্রে বলিউড কিং খান শাহরুখ বেশ এগিয়ে।
নিজের দৈনন্দিন রুটিনের অনেক কিছু্ই যেমন শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে, তেমনই নতুন ছবির খবরও তাদের জানিয়ে দেন। তাকে সরাসরি প্রশ্ন করে বহু অনুরাগী উত্তরও পেয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার যার নাম ‘আস্ক মি আ কোয়েশ্চেন’। সেখানেই শাহরুখকে এই প্রশ্ন করা হয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages