একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এর আয়োজনে জেলার বুড়িচং উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানে সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন, শিক্ষার মান উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা প্রত্যেকের মনে বিনোদন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মনে উৎসাহ, অনুপ্রেরণা ও আগ্রহ বাড়ে।
তিনি আরো বলেন, প্রত্যেক পরিবারের উচিত লেখাপড়ার পাশাপাশি তাদের সন্তানকে খেলাধুলার সুযোগ করে দেওয়া।
উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে, সহকারি শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সহকারি কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, কামাল উদ্দিন, আখলাক হায়দার চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল কমি খোকন, জাকির হোসেন জাহের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বাছির খান সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক।
ইউনিয়ন ভিত্তিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্যায়ে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে। বালিকা দল বুড়িচং আদর্শ মডেল সরকারি বিদ্যালয় ০-১ গোলে রামপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বালক দল মীরপুর প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করেছে নানুয়ার বাজার প্রাথমিক বিদ্যালয়কে। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হোসেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সামছুল হক সানি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment