কুমিল্লায় নাশকতার মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 August 2018

কুমিল্লায় নাশকতার মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুমিল্ল রিপোর্ট:
কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা ছোড়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করা হয়।
আজ(সোমবার, ৬ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
২৯ জুলাই এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages